Skip to main content

Posts

Showing posts from August, 2011

যৌন হয়রানি: কানাডায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

যৌন হয়রানি: কানাডায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার Wed, Aug 17th, 2011 11:12 pm BdST Dial 2000 from your GP mobile for latest news আফসান চৌধুরী টরন্টো থেকে টরন্টো, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার টরন্টোয় শিক্ষার্থীদের যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ মাসরুর (৪৮) নামের ওই বাংলাদেশিকে গত ১০ অগাস্ট গ্রেপ্তার করা হয়। ২০০৮ সাল থেকে কানাডায় বসবাসকারী মাসরুরের বিরুদ্ধে ১৩টি অভিযোগ রয়েছে। কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং এক সংবাদ সম্মেলনে বলেন, টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটি এবং বিভিন্ন বাসায় কোরআন পড়ানোর সময় ক্ষমতার অপব্যবহার করেন মাসরুর। তিনি ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং সা¤প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও মিশিগানে বসবাস করেছেন বলে জানান আর্মস্ট্রং। পাঁচ ব্যক্তির এক অভিযোগের প্রেক্ষিতে তিন সপ্তাহ তদন্তের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর্মস্ট্রং বলেন, "ঘটনার অন্য শিকারদের খুঁজে বের করতে আমরা জনগণের সহায়তা চাইছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ...