আমাকে টান মারে রাত্রি জাগানো দিন আমাকে টানে গুঢ় অন্ধকার আমার ঘুম ভেঙ্গে হটাৎ খুলে যায় মধ্য রাত্রির বন্ধ দ্বার । এ যেন নিশিডাক মৃতের হাতছানি এ যেন কুহকের অজানা বীজ । এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ । আমাকে যেতে হবে এখনও যেতে হবে রয়েছে অশরীরি অপেক্ষায় যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দুলে যেখানে ধ্বনিগুলি স্মৃতিকে খায় ।।