Skip to main content

Posts

Maizbhandar Darbar Sharif 2019

  Maizbhandar Darbar Sharif   2019 Picture 1: According to Sufi tradition the saints never dies they just take rest in the own tomb. On that perspective we find the devotees are lighting candles and burning fragrant stick (Agar bathi) to pay homage at the tomb of   their beloved Bajan Kebla(Noble father) Ahmadullah Maijbhandari. Picture 2: Unlike Salafi tradition--death anniversary is a matter of celebration ---according to the Sufi tradition—in fact death is the promotion of life (Sheikh sadi). Hence, we see the jubilant devotees are biting drums give a shout that it is carnival time!  Picture 3: Every year hundreds of buffalos are slaughtered to feed thousands of the visitors of the Uras Sharif (Death anniversary carnival). Most interestingly none is allowed to leave Darbar Sharif without getting fed tabaruk( Biriyanai(fried rice) cooked with buffello meat) there. Picture 4: This is the best part of the festival as we find the followers are chanting carol...
Recent posts

ওই মাংস না খাইলে পাগল অইয়া যাইমু

খলিলুল্লাহর স্বীকারোক্তি ওই মাংস না খাইলে পাগল অইয়া যাইমু ১৯৭৫ সালের তোলপাড় করা নরমাংস খাওয়ার ঘটনা সারা দেশে লোকমুখে ফিরতে ফিরতে একসময় পর্দার আড়ালে চলে যায়। মানসিক চিকিৎসার জন্য খলিলুল্লাহকে পাবনা পাঠানোর মাধ্যমে ঘটনাটি মিলিয়ে যেতে থাকে। তবে যারাই ঘটনাটি শুনেছে, তাদের মনে তা বিভীষিকার সূচনা করেছে। ১৯৯৭ সালের দিকে অনেকটা কাকতালীয়ভাবে প্রতিবেদকের সঙ্গে নরমাংসখেকো খলিলুল্লাহর সাক্ষাৎ মেলে আজিমপুর কবরস্থানের গেটে। লম্বা, বয়সের ভারে কিছুটা কুঁজো, চাপ দাড়িওয়ালা, লুঙ্গি-শার্ট পরা খলিলুল্লাহ নিজেকে সুস্থ দাবি করে। তবে সুস্থ হলে এখনো কেন কবরস্থানের আশপাশে ঘুরে বেড়ায়, এ প্রশ্নের জবাবে সে বলে_তার কোনো আত্দীয়স্বজন বা জ্ঞাতিগোষ্ঠীর সন্ধান জানে না। কেউ তার খোঁজ নিতেও আসেনি। যার কারণে কবরস্থানের এখানে-সেখানে সে ঘুরে বেড়ায়। মানুষ তার পরিচয় পেয়ে দুই-চার টাকা সাহায্য দেয়। তা দিয়ে তার পেট চলে যায়। রাতে কবরস্থানের বাইরে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। মানুষের মাংস ও কলিজা খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে খলিলুল্লাহ প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে। পরে তাকে পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা ক...

আমাকে টান মারে

আমাকে টান মারে রাত্রি জাগানো দিন আমাকে টানে গুঢ় অন্ধকার আমার ঘুম ভেঙ্গে হটাৎ খুলে যায় মধ্য রাত্রির বন্ধ দ্বার । এ যেন নিশিডাক মৃতের হাতছানি এ যেন কুহকের অজানা বীজ । এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ । আমাকে যেতে হবে এখনও যেতে হবে রয়েছে অশরীরি অপেক্ষায় যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দুলে যেখানে ধ্বনিগুলি স্মৃতিকে খায় ।।

যৌন হয়রানি: কানাডায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

যৌন হয়রানি: কানাডায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার Wed, Aug 17th, 2011 11:12 pm BdST Dial 2000 from your GP mobile for latest news আফসান চৌধুরী টরন্টো থেকে টরন্টো, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার টরন্টোয় শিক্ষার্থীদের যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ মাসরুর (৪৮) নামের ওই বাংলাদেশিকে গত ১০ অগাস্ট গ্রেপ্তার করা হয়। ২০০৮ সাল থেকে কানাডায় বসবাসকারী মাসরুরের বিরুদ্ধে ১৩টি অভিযোগ রয়েছে। কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং এক সংবাদ সম্মেলনে বলেন, টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটি এবং বিভিন্ন বাসায় কোরআন পড়ানোর সময় ক্ষমতার অপব্যবহার করেন মাসরুর। তিনি ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং সা¤প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও মিশিগানে বসবাস করেছেন বলে জানান আর্মস্ট্রং। পাঁচ ব্যক্তির এক অভিযোগের প্রেক্ষিতে তিন সপ্তাহ তদন্তের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর্মস্ট্রং বলেন, "ঘটনার অন্য শিকারদের খুঁজে বের করতে আমরা জনগণের সহায়তা চাইছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ...